Tuesday, April 27, 2021

 

আপনারা যারা এখন এই ওয়েবসাইটটি ভিজিট করছেন তাদের সবার‌ই অ্যান্ড্রুয়েড স্মার্টফোন রয়েছে, আর আপনাদের মোবাইল যদি স্লো হয়ে যায় তাহলে এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে।



আপনার মোবাইল যদি ধীরে ধীরে কাজ করে তাহলে মোবাইলের স্পীড বাড়ানোর জন্য সেটিংস অপশনে চলে যাবেন, সেখানে থেকে About phone এ যাবেন এরপর নিচে লক্ষ্য করলে দেখবেন যে লেখা আছে build number সেখানে কয়েকবার ক্লিক করলে আপনার মোবাইলে Developer নামে একটি অপশন চালু হবে।

আপনি সেই Developer অপশনে প্রবেশ করবেন এরপর নিচের দিকে window animation scale নামে একটি অপশন চালু হবে।
সেখানে গিয়ে window animation scale.5x করে দিলে আপনার ফোনের গতি আগের চেয়ে বেড়ে যাবে।

এভাবেও যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখুন :

আশাকরি এরপর আর কোনো সমস্যা থাকবে না।

 

Previous Post
Next Post

post written by: